খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়ার মারমা সংসদ এলাকায় দুপুরের খাবার খাওয়ার সময় বজ্রপাতে মা নাইম্যচং মার্মা (৪৩) ও তার ছেলে থোয়াইপ্রু মার্মার (২০) মৃত্যু হয়েছে। অন্যদিকে শনিবার বিকেলে সদরের বটতলী এলাকায় বজ্রপাতে কৃষক সানু মার্মা নামে আরেকজনের মৃত্যু হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মার্মা সংসদ এলাকায় নিজ বাড়িতে বসে দুপুরের খাবার খাওয়ার সময় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ১৩ মে ২০১৭/আরাফাত