'মাদককে না বলি'- এই স্লোগানে গাজীপুরের টঙ্গী মরকুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর উদ্যোগে আজ সন্ধ্যায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আওযামী লীগ নেতা হাজী আ. গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় কাউন্সিলর হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা শাহজাহান করিব, সিলমুন আ. হাকিম মাষ্টার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সিটি জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নবিউল্লাহ মানিক, সফিকুল আলম, আনোয়ার, যুবলীগ নেতা মনির হোসেন সাগর,মিন্টু,জুয়েল,আলম, কিরন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার