হাওরের কৃষকদের ঋণ মওকুফসহ ১৭ দফা দাবিতে কিশোরগঞ্জে সম্মিলিত সামাজিক আন্দোলন গণ সমাবেশ করেছে। আজ শনিবার সন্ধ্যায় শহরের পরম চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পরিবেশ রক্ষা মঞ্চের আহ্বায়ক অধ্যক্ষ শরীফ সাদী, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফউদ্দীন আহমেদ লেনিন, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মামুন আল মাসুদ খান, এনামুল হক আলমাস, অ্যাডভোকেট সুকান্ত সাহা খোকা, আলফাজ উদ্দিন আহমেদ দীপু, অধ্যাপক ফরিদ আহমেদ, প্রকৌশলী আনিসুর রহমান, মোতাহের হোসেন, প্রদীপ কুমার বর্মণ প্রমুখ।
বক্তারা হাওরে ইজারা প্রথা বাতিল করে ভাসান পানিতে মাছ ধরার অধিকার নিশ্চিত করা, আগামী ফসল ঘরে না ওঠা পর্যন্ত বিনামূল্যে চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ, ক্ষতিগ্রস্ত কৃষকদের সন্তানদের বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সভায় উন্নয়নের নামে হাওরের জীব বৈচিত্র্য ধ্বংস করে অপরিকল্পিত বাঁধ, সুইস গেট নির্মাণসহ সকল প্রকার স্থাপনা সরানো এবং দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার