কুমিল্লার চৌদ্দগ্রামে ২৮৫ পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে ভারত সীমান্তবর্তী কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। স্থানীয় আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা আলী আশ্রাফ, পল্লী বিদ্যুৎ সমিতি-২ চৌদ্দগ্রাম শাখার ডিজিএম মৃদুল কান্তি চাকমা, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিঞা মো. নাছির, শাহ আলম মেম্বার প্রমুখ। এসময় উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ