চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে ট্রাকের ধাক্কায় চার টেম্পু যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৬ জন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চন্দনাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, চন্দনাইশের কসাইপাড়ার পাঠানপোলে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে চার টেম্পু যাত্রী নিহত হয়েছেন। এসময় অন্তত ৬ জন আহত হন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/২৫ মে ২০১৭/আরাফাত