রাঙামাটিতে মজার শরীফ ও খানকাহ এর তত্ত্বাবধায়ক গণের সমন্বয়ে সম্মেলন হয়েছে।
বৃহষ্পতিবার দুপুর ১২টায় রাঙামাটি জেলা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ সম্মেলন আনুষ্ঠানিক উদ্বোধন করেন, তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।
রাঙামাটি ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালনক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, বাংলাদেশ ইমাম সমিতির রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মাও: ক্বারী ওসমান গনি চৌধূরী, ইমাম সমিতির সদস্য সচিব মোহাম্মদ নাঈম, রাঙামাটি ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ ।
এ সম্মেলনে বক্তরা বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুর আদর্শে গঠিত ইসলামি ফাউন্ডেশন বহুল প্রচারিত। দীর্ঘ দিন ধরে ইসলামি ফাউন্ডেশন আল্লাহর পথে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের জঙ্গিবাদ দমনেও ইসলামি ফাউন্ডেশন ও ইমাম সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকার রাখছে। যারা ইসলামকে অপব্যবহার করে দেশে তান্ডব চালিয়ে যাচ্ছে তাদের প্রতিহোত করতে ইসলামি ফাউন্ডেশন ও ইমাম সমিতি সব সময় প্রস্তুত।