সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সড়ক নিরাপত্তা বিষয়ক র্যালি ও সেমিনার হয়েছে। আজ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) বগুড়া সার্কেলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বিআরটি-এ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিআটিএ'র সহকারি পরিচালক কাজী মো. মোরছালীন এর সভাপতিত্বে র্যালি শেষে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. শামসুল হক, হাইওয়ে পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।
সভায় বক্তরা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। শুধু চালকদের উপর দোষ চাপিয়ে দেয়া যাবে না। সড়ক দুর্ঘটনা রোধে আমাদের সকলকে রাস্তা পারাপারে ও রাস্তায় চলাচল করতে সচেতন হতে হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার