রাজশাহীর গোদাগাড়ীতে কাঁচা পায়খানার ভেতর থেকে এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। আজ রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের দ্বিগ্রাম সুরুতপুকুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। নিহত নারীর নাম ফুলেরা বেগম (৫০)। তিনি ওই গ্রামের ফরজেন আলীর স্ত্রী।
গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, নিহত নারীর স্বামী রাজশাহী শহরে রিকশা চালান এবং সেখানেই থাকেন। তার একমাত্র ছেলে ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করেন। আর তার তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। গত এক মাস ধরে বাড়িতে একাই থাকতেন ফুলেরা। বৃহস্পতিবার সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুলিশকে জানান। পুলিশ তখন ওই নারীর বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে তার বিছানায় রক্তের দাগ পাওয়া যায়। এরপর বাড়ির আশপাশে তল্লাশি শুরু করে পুলিশ। পরে বাড়ির পেছনে একটি কাঁচা পায়খানার ভেতর বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায় ফুলেরার লাশ।
ওসি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পুলিশ জড়িতদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়না তদন্তের জন্য নিহত নারীর লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/এ মজুমদার