সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী মুক্তার হোসেন মুক্তি (৪৫) নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর রাতে সাভারের বিরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সাভারের ছোটবলি মেহের এলাকায় আখতার হোসেনের ছেলে মুক্তার হোসেন মুক্তি দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। পরে গতকাল তাকে পুলিশ ধরে নিয়ে যায়। আজ ভোররাতে তাকে নিয়ে অন্য মাদক ব্যবসায়ীদের ধরতে গেলে বিরুলিয়া এলাকায় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়ে। এসময় দু'পক্ষের গুলিতে মুুক্তি নিহত হয়। পুলিশ এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। পরে পুলিশ মুক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এদিকে, পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মুক্তির নিহত হওয়ার ঘটনায় ছোটবলি মেহের এলাকার স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সাভারসহ বিভিন্ন থানায় নারী পাচার মাদক বিক্রিসহ প্রায় ১৮টি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ মে, ২০১৭/ওয়াসিফ