ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর ইউনিয়ন এর ২ নম্বর ওয়ার্ডের নিজ বসতঘর থেকে স্ত্রী শাহনাজ (৩০) এর গলাকাটা ও অগ্নিদগ্ধ এবং ৯ মাস বয়সী মেয়ে মোহনার অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শাহনাজের স্বামী বিল্লাল সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। তিনি বর্তমানে পুলিশ প্রহরায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন ঘটনাস্থল থেকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/৩ জুন ২০১৭/হিমেল