ঢাকার সুুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবীর ভাস্কর্য সরানোর প্রতিবাদে রাজবাড়ীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। আজ সকাল ১১টায় শহরের রেলগেটস্থ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
এতে সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার সভাপতি অসীম কুমার পাল, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, রবীন্দ্র সংগীত সম্মিলিত পরিষদের সভাপতি মনিরুল হক, জেলা সিপিবি’র সাবেক সভাপতি আবুল কালাম, বাংলাদেশ মহিলা পরিষদের রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক সবিতা চন্দ্র, উদীচি শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক মো. আজিজুল হাসান খোকা, বৈচিত্র সাহিত্য সংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা ফকির শাহাদত হোসেন প্রমুখ বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/৩ জুন ২০১৭/হিমেল