দিনাপুরের বীরগঞ্জে মোঃ বাবুল ইসলাম (৫৫) নামে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টায় অভিযান চালিয়ে বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের পুলহাট বাজার হতে তাকে আটক করে পুুলিশ। মোঃ বাবুল ইসলাম বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পুলহাট গ্রামের মৃত সুলতান আলীর ছেলে।
বীরগঞ্জ থানার এএসআই মোঃ মামুন-অর-রশীদ জানান, মোঃ বাবুল ইসলাম সুইচ এগ্রো লি. বীরগঞ্জে পরিবেশক হিসেবে দায়িত্ব পালন কালে ১০ লক্ষ টাকা আত্মসাৎ করেন। এ ব্যাপারে সুইচ এগো লি. ২০১২ সালে যুগ্ম মহানগর দায়রা জজ পঞ্চম আদালতে মামলা দায়ের করেন। মেট্রো দায়রা মামলা নম্বর-৮৩/১৩। সিআর-৪৬২/১২। আদালতের বিজ্ঞ বিচারক ওই টাকা আত্মসাতের অভিযোগে মোঃ বাবুল ইসলামকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/৩ জুন ২০১৭/হিমেল