নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধরা। এসময় তারা মানববন্ধন কর্মসূচিও পালন করে। আজ সকাল সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত এসব কর্মসূচি পালিত হয়।
জানা যায়, বিদ্যুতের দাবিতে প্রথমে পাকুন্দিয়া উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সড়ক অবরোধ করা হয়। এ সময় সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দিন পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল্লাহ আল মামুনের সাথে কথা বলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
সমাজ সেবামূলক সংগঠন পিপল ডেভেলপমেন্ট প্রসেস (পিডিপি) আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করে।
এ সময় বক্তব্য রাখেন পিডিপির চেয়ারম্যান তানভীর হায়দার, পাকুন্দিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ইয়াছিন আরাফাত, ঈশাখা ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, অনার্স এন্ড মাস্টর্স স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন জনি, আওয়ামী লীগ নেতা মো. বুলবুল আহমেদ, বিএনপি নেতা এস.এম. মিনহাজ উদ্দিন, শামসুল হক মিঠু প্রমুখ।
বিডি প্রতিদিন/৩ জুন ২০১৭/হিমেল