ঢাকা জেলার ধামরাইয়ের সুতিপাড়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার দুপুর দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গোলড়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মো. নান্নু মণ্ডল।
এসআই মো. নান্নু মণ্ডল জানান, দুপুরে গাবতলী থেকে ছেড়ে আসা একটি বাস সুতিপাড়া এলাকায় এলে আরিচা থেকে ছেড়ে আসা ঢাকাগামী প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত ও দুই যাত্রী আহত হন।
বিডি-প্রতিদিন/০৩ জুন, ২০১৭/মাহবুব