লালমনিরহাটে ট্রাকচাপায় সৌরভ (৮) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মির্জারকোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই শিশু মির্জারকোট গ্রামের রুবেল হোসেনের পুত্র বলে জানা গেছে।
পুলিশ জানায়, শিশু সৌরভ রাস্তায় খেলাধুলা করছিল। এমন সময় বুড়িমারি থেকে রংপুরগামী একটি ট্রাক পাটগ্রাম-বুড়িমারি আঞ্চলিক সড়কের মির্জারকোট এলাকায় তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাটগ্রাম থানার ওসি অবনি শংকর কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে চাপা দিয়েই ট্রাকটি পালিয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিডি প্রতিদিন/৩ জুন ২০১৭/হিমেল