টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় রামদা, ডেগার ও করাতসহ দুই ডাকাতকে আটক করেছে বাসাইল থানা পুলিশ। শুক্রবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আজ সকালে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার সুলতানপুর বারইপাড়া গ্রামের আব্দুল আজীজের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ছেছুরিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মো. সুজাউল (২৮)।
এ ব্যাপারে বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম খান বলেন, বাসাইল-সখীপুর সড়কের বাসুলিয়া নামক এলাকায় রাত দেড়টার দিকে সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নেয়। এসময় পুলিশের টহল দেয়া পিকাপের শব্দ শুনে ডাকাতদল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অস্ত্রসহ দুইজনকে আটক করে পুলিশ। এদিকে পুলিশ বাদী হয়ে আটক করা দুইজনসহ ৬ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র মামলা দিয়েছে।
বিডি প্রতিদিন/৩ জুন ২০১৭/হিমেল