বিলুপ্ত ঘোষণার ১৪ মাস পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। শুক্রবার রাতে চুয়াডাঙ্গায় ছাত্রলীগের নেতাদের কাছে মোবাইলফোনের মাধ্যমে এ খবর পৌঁছালে শহরে ছাত্রলীগ নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিককে সভাপতি ও মোহাম্মদ জানিফকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুটি গুরুত্বপূর্ণ পদে আছেন সিনিয়র সহ-সভাপতি শাহাবুল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন জ্যাকি। এছাড়া কামিটির বাকি সদস্যদের নাম পরবর্তিতে জানানো হবে বলে কেন্দ্রীয় কমিটি সভাপতি সাইফুর রহমান সোহাগ জানিয়েছেন।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুবাইত বিন আজাদ সুস্থির জানান, প্রাথমিকভাবে চার জনের নাম কেন্দ্র থেকে জানানো হয়েছে। বাকিদের নাম শিগগিরই জানানো হবে বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ১২ মার্চ চুয়াডাঙ্গা জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এ অবস্থায় টানা ১৪ মাস কোনো কমিটি ছাড়াই চুয়াডাঙ্গায় জেলা ছাত্রলীগের কার্যক্রম চলে।
বিডি প্রতিদিন/৩ জুন ২০১৭/হিমেল