বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া গ্রামে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে গৌরনদী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ আহম্মেদের ভ্রাম্যমাণ আদালত এই দন্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলো, নলচিড়া গ্রামের স্বপন প্যাদা, কটকস্থল গ্রামের মাদক সম্রাট মানিক মাঝির ছোট ভাই মনির মাঝি ও দক্ষিণ বাউরগাতি গ্রামের দিদার খান। দণ্ড ঘোষণার পর আসামিদের আজ বিকেলে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে পুলিশ। এর আগে গত শক্রবার রাতে পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার