বরিশালের মুলাদী উপজেলার দক্ষিণ কাজীরচর গ্রামে বজ্রপাতে নিহত দুই সহোদরের কবর রাতে পালাক্রমে পাহারা দিচ্ছেন স্বজনরা। লাশ চুরি হতে পারে আশংকায় লাঠিসোটা নিয়ে পাহাড়া দিচ্ছেন তারা।
স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পাঙ্গাসিয়া চরে বজ্রপাতে দক্ষিণ কাজীরচর গ্রামের জব্বার মোল্লার ছেলে মোশারফ মোল্লা ও কবির মোল্লা এবং একই গ্রামের এসাহাক মোল্লা নিহত হয়। শুক্রবার বিকেলে নিজ নিজ পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়। এদিকে লাশ চুরির আশংকায় দাফনের পর থেকে নিহত দুই সহোদরের কবর লাঠিসোটা নিয়ে পালাক্রমে পাহাড়া দিচ্ছেন স্বজনরা।
তারা জানান, বজ্রপাতে নিহতদের দেহে ম্যাগনেটের সৃষ্টি হয়, এমন কথা প্রচলিত থাকায় দুর্বৃত্তরা রাতের আঁধারে কবর থেকে লাশ চুরি করে নিয়ে যায়। তাই চুরি ঠেকাতে প্রতিরাতে পালাক্রমে কবর পাহাড়া দেওয়া হচ্ছে।
কাজীরচর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মন্টু বিশ্বাস জানান, দক্ষিণ কাজীরচরে বজ্রপাতে নিহত ৩ জনের দাফন শুক্রবার বিকেলে সম্পন্ন হয়েছে। দাফনে তিনিও অংশ নিয়েছেন। তবে রাতে কবর পাহাড়া দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না।
বিডি প্রতিদিন/৩ জুন ২০১৭/হিমেল