যশোরের মনিরামপুরে ব্রিজের কাজ করার সময় ইলেক্ট্রিক করাতে কেটে ফিরোজ হোসেন মিন্টু (৩৭) নামে এক রড মিস্ত্রী মারা গেছেন। আজ শনিবার উপজেলার লাউড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মিন্টু মনিরামপুর উপজেলার জুড়ানপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে লাউড়ি গ্রামে ব্রিজের কাজ করছিলেন মিস্ত্রী মিন্টু। ইলেক্ট্রিক করাত দিয়ে ব্রিজের রড কাটার সময় অসাবধানবশত করাতের হ্যান্ডেল ভেঙে মিস্ত্রী মিন্টুর ডান কাঁধে লাগে। ওই করাতে কাঁধের কলার বোনের অনেকাংশ কেটে রক্তক্ষরণ হতে থাকে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. এম. আব্দুর রশিদ বলেন, মিন্টুর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে মনিরামপুর থানায় মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/৩ জুন ২০১৭/এনায়েত করিম