নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থাই গ্লাসের নিচে চাপা পড়ে সালাউদ্দিন (২১) ও সুমন (২৭) দুই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার দুপুরে হিরাঝিল এলাকায় এই ঘটনা ঘটে।
আহত হয়েছেন রবিন (১৯) নামের আরো এক শ্রমিক। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, নাসিকের ১নং ওয়ার্ড হিরাঝিল হিরা টাওয়ার এলাকায় সানি থাই অ্যালুমিনিয়ামের দোকানে ঢাকা থেকে আসা গ্লাস লোড আনলোডের কাজ করছিল শ্রমিক রবিন, সালাউদ্দিন ও সুমন। এসময় পিকআপভ্যান থেকে থাই গ্লাস নামানোর সময় হঠাৎ করে বেশ কিছু গ্লাস তাদের উপরে চাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন আহত হয়।
এরপর গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সালাউদ্দিন ও সুমনের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/০৩ জুন ২০১৭/আরাফাত