নড়াইলে পৃথক দুটি অভিযানে ৬৯ পিস ইয়াবাসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার নড়াইল এ অভিযান চালানো হয় বলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান নিশ্চিত করেছেন।
আটক মাদক বিক্রেতারা হলেন- নড়াইল সদর উপজেলাধীন মিরাপাড়া গ্রামের শমসের সিকদারের ছেলে হাবিল সিকদার (৫২) ও মুলিয়া গ্রামের ফেলারাম বিশ্বাসের ছেলে গোপাল বিশ্বাস (৩২)।
জানা যায়, আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার মিরাপাড়া এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ হাবিলকে আটক করে। এছাড়া উপ-পরিদর্শক আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে মুলিয়া রোডের পাশ থেকে গোপালকে ১৯ পিস ইয়াবাসহ আটক করা হয়।
নড়াইল পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, নড়াইলকে মাদকমুক্ত করতে পুলিশ জেলার বিভিন্ন জায়গায় নিয়মিত অভিযান চালাচ্ছে। তারা বিভিন্ন প্রকার মাদকসহ মাদক বিক্রেতাদের আটক করতে সক্ষম হচ্ছে।
বিডি প্রতিদিন/৩ জুন ২০১৭/এনায়েত করিম