কুমিল্লার চৌদ্দগ্রামে দুই কেজি গাঁজা ও চার বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আজ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের মজিবুল হকের পুত্র ইউনুস মিয়া(২৮) ও বাতিসার শহীদ মোল্লার পুত্র ফারুক মোল্লা(২৬)।
আনন্দপুর ফাঁড়ি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা কালিকাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও চার বোতল ফেনসিডিলসহ ইউনুছ ও ফারুককে আটক করে। তাদেরকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/৩ জুন ২০১৭/হিমেল