দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই নদীতে গোসল করতে গিয়ে মো. সিরাজুল ইসলাম (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃত মো. সিরাজুল ইসলাম চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের মাছুয়া পাড়ার আবু তাহেরের ছেলে ও তৃতীয় শ্রেণির ছাত্র। আজ দুপুর ১২টার দিকে চিরিরবন্দরের বৈকন্ঠপুর-এ আত্রাই নদীতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা বাসিন্দা মো. রফিকুল ইসলাম জানায়, সিরাজুল ইসলামসহ কয়েক বন্ধু মিলে দুপুর ১২টার দিকে বাড়ির অদুরে বৈকন্ঠপুরে আত্রাই নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। এসময় তার বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে খোজাখুজির ঘন্টাখানেক পর নদী থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
চিরিরবন্দরের তেতুঁলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনিল কুমার শাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার