মানবতার পাশে দাড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সম্প্রতি উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় মোরা'য় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তাসহ ত্রাণ বিতরণ করছে ছাত্রলীগ। গত তিনদিন ধরে ধারাবাহিকভাবে কক্সাবাজার, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে।
ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের নির্দেশে গত তিনদিন ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে এবং পৃথকভাবে ত্রাণ বিতরণ করছেন ছাত্রলীগের অর্ধশত কেন্দ্রীয় নেতা। আজ শনিবার কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারিপুর ইউনিয়নে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা ত্রাণ বিতরণে অংশ নেন।
এসময় তারা নগদ এক হাজার টাকা ও চাল-ডালসহ নিত্যপণ্য সামগ্রীর একটি করে প্যাকেট ২০০ জন ক্ষতিগ্রস্তের মাঝে বিতরণ করেন। এদিন তারা নগদ দুই লক্ষ টাকা ও ২০০ প্যাকেট ত্রাণ বিতরণ করে।
এসময় উপস্থিত ছিলেন- সহ সভাপতি এরশাদুর রহমান চৌধুরী, সহ সভাপতি মেহেদী হাসান রনি, কেন্দ্রীয় ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইয়াজ আল রিয়াদ, উপ-স্কুল ছাত্র সম্পাদক সৈয়দ আরাফাত, উপ সম্পাক তাজুল ইসলাম, তৌহিদ হাসান, অর্জুন মার্মা, সোহেল রানা, তৌহিদ জহির, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম প্রমুখ।
এর আগে শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে ঘূর্ণিঝড় মোরা'য় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর থেকে আওয়ামী লীগের ৫টি টিম ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করে।
এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, উপকূল এলাকায় ঘূর্ণিঝড়ের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে ছিলেন। কিন্তু তিনি সার্বক্ষণিক উপকূলের খোঁজখবর রেখেছেন। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী,নৌবাহিনীসহ বিভিন্ন সংস্থাকে উপকূলবাসীর পাশে দাড়াতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে ত্রাণ বিতরণের জন্য নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ আপনাদের পাশে দাড়িয়েছে। ছাত্রলীগ শুধু একটি রাজনৈতিক সংগঠনই নয়, এটি একটি মানবিক সংগঠনও। সে কারণেই আমরা মানবতার পাশে দাড়িয়েছি।
বিডি প্রতিদিন/৩ জুন ২০১৭/হিমেল