রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় শিউলী দেউরী (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। আজ সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জঙ্গল ইউনিয়নের পুরান গুড়গুড়িয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে শিউলীর লাশ উদ্ধার করে পুলিশ। শিউলী ওই গ্রামের সম্বচাঁদ দেউরীর স্ত্রী।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিনা বেগম বলেন, পারিবারিক কলহের জেরে শনিবার দুপুরে শিউলী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/৩ জুন ২০১৭/হিমেল