নেত্রকোনার আটপাড়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে প্রায় দুই শাতাধিক কাচাপাকা বাড়িঘর, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়। লন্ডভন্ড হয়েছে সহস্রাধিক গাছপালা। এ সময় ভয়ে আতঙ্কে বাড়িঘরে থাকা নারী পুরুষ ও শিশুরা তড়িগরি করে ঘর থেকে বেড় হওয়ার চেষ্টা করলে বেশ কয়েকজন আহত হন। গুরতর আহত বিজয়পুর গ্রামের বৃদ্ধা আনোয়ারা বেগম (৭০) কে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
তেলিগাতী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য তোতা মিয়া বলেন, আজ দুপুর আড়াইটার দিকে কোন রকম বৃষ্টি বাদল ছাড়াই হঠাৎ করে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে লন্ডভন্ড হয়ে পড়ে আটপাড়া উপজেলার তেলিগাতি ও দুওজ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। এ সময় বিজয়পুর, উত্তর ও দক্ষিন আতিয়র, বালিকাকান্দি, তেলিগাতী, বড়তলি, গড়িনগর, শাসনকান্দি, গন্ধবপুর গ্রাম ক্ষতিগ্রস্থ হয়। এতে প্রায় দুইশতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়। এসকল বাড়িঘরের মানুষগুলো পড়ে গেছে খোলা আকাশের নীচে। লন্ডভন্ড হয়ে পড়ে সহস্রাধিক গাছপালা। এসকল গাছপালা সড়কের উপর পরে নেত্রকোনা-মদন-নেত্রকোনা-আটপাড়ার যান চলাচল বন্ধ হয়ে পরে। বিদ্যুতের খুটি হেলে পড়ে তার ছিড়ে যাওয়ায় বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলাটি।
বিডি প্রতিদিন/এ মজুমদার