মানুষের সৃষ্ট দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগের চেয়ে ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন, সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর তালুকদা। তিনি বলেন, বিভিন্ন সময় দেখা যায় নিজেদের স্বার্থে মানুষ দুর্যোগ সৃষ্টি করে। তাদের কারণে সাধারণ মানুষ দুর্ভোগে পরে। সে জন্য মানুষ সৃষ্ট দুর্যোগ যেন না সংগঠিত হয়, সেজন্য সবাই মানসিকভাবে তৈরি থাকতে হবে। কারণ প্রাকৃতি দুর্যোগে করার কিছু থাকে না। কিন্তু মানুষ সৃষ্ট দুর্যোগ ঠেকানো সম্ভব। তিনি সকল সম্প্রদায়ের মানুষকে নিজের স্বার্থে, দেশের স্বার্থে শান্তি প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধ হয়ে যেকোন দুর্যোগে মোকাবেলা করার আহবান জানান। আজ রাঙামাটি জেলা প্রশাসক কার্যলয় প্রাঙ্গণে ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে দীপংকর তালুকদার এসব কথা বলেন।
এসময় সাবেক এমপি ও গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান আখতারউজ্জামান (আখতার), আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অশিম কুমার ওকিল, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বুষ কেতু চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু সাহেদ চৌধুরী, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনি আক্তার, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর প্রমুখ।
সাবেক এমপি ও গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান আখতারউজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর আদেশে ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত পাহাড়ে ত্রাণ দিতে এসেছি। প্রধানমন্ত্রী সব মানুষের খবর রাখেন। তিনি নিদের্শ দিয়েছেন, ক্ষতিগ্রস্থ একটা মানুষও অভাবে থাকবে না। যাদের বাড়িঘর, ফসল ক্ষতি হয়েছে তাদের সহায়তা দেওয়া হবে। এছাড়া যারা এ প্রাকৃতিক দুর্যোগে নিহত হয়েছে, সে নিহত পরিবারদেরও সহায়তা দেওয়া হবে। তাই দেশের মানুষকে সরকারের উপর আস্থা রেখে দেশের শান্তি প্রতিষ্ঠা করার জন্য তিনি আহবান জানান।
পরে অতিথিরা জেলা প্রশাসন ও পৌরসভার তালিকাভুক্ত রাঙামাটিতে ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্থ মোট ১০০ পরিবারের মধ্যে ২০ জনকে টিন, নগদ টাকা এবং বাকিদের চাল বিতরণ করা হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের দিন নিহত দু’পরিবারকে নগদ ৫০হাজার টাকা করে ১লক্ষা টাকা বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার