রাজধানীর তেজগাঁও এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক মো. রাশেদের (২৫) মৃত্যু হয়েছে। এসময় আরওরো এক শ্রমিক আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে তেজগাঁও তেজকুনিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদ ভোলা সদর উপজেলার চরফ্যাশন গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/০৩ জুন ২০১৭/আরাফাত