'বাজেট না পড়ে গতানুগতিক সমালোচনা করবেন না। বাজেটের ব্যাপারে গঠনমূলক সমালোচনা করলে আমরা তা ভেবে দেখবো।' আজ বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর বটতলা মাঠে কর্মী সভায় ‘শেখ হাসিনার রাজনীতি উন্নয়নের মূলনীতি ও নতুন বাজেটে দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে’ আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের সমালোচনা করে ডা. এনামুর রহমান বলেন, ‘তিনি বাজেট না পড়েই তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বাজেট নিয়ে তার প্রতিক্রিয়া বিগত বছরগুলোর মতোই গতানুগতিক। তিনি অর্থমন্ত্রীর বক্তব্য না শুনেই আগে থেকে লিখে রাখা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন’। ‘তিনি আরো (রিজভী) বলেছেন, দরিদ্রদের জন্য এবারের বাজেটে কিছুই রাখা হয়নি। কিন্তু আমি বলবো, এবারের বাজেটের অন্যতম প্রধান বৈশিষ্ট হচ্ছে সামাজিক নিরাপত্তা খাতে বাজেট বরাদ্দ বাড়ানো এবং সামাজিক নিরাপত্তাবলয় বৃদ্ধি করা’। বাজেট দেখে বিএনপি’র নেতাদের মন খারাপ এমন মন্তব্য করে ডা. এনামুর রহমান বলেন, ‘রুহুল কবির রিজভীর বাজেট প্রত্রিক্রিয়া হচ্ছে, ‘এটা অবৈধ সরকারের বাজেট’। কিন্তু যদি অবৈধ সরকারের বাজেট হতো তাহলে বিশ্বসংস্থা বা আইএমএফ ও এডিপি সাহায্য করতো না। এমনকি বৈদেশিক কোন রাষ্ট্রও স্বীকৃতি দিত না? সবাই মেনে নিয়েছে শুধু খালেদা জিয়াই মানতে পারেনি তাই তার মন খারাপ।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, পেট্রলবোমা বাহিনীর সঙ্গে নিয়ে বিএনপির রাজনীতি। যাদের ওপর ভর করে তারা রাজনীতি করে, সেই পেট্রলবোমা বাহিনীদের জন্য বরাদ্দ না থাকায় তাদের মন খারাপ। ডা. এনামুর রহমান বলেন, বিএনপি দেখছে ২০১৯ সালের নির্বাচনে তাদের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। বিষয়টি বুঝতে পেরে তারা দেশের ভেতরে একটা বড় ধরণের গন্ডগোল পাকানোর জন্য ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়েছে।
ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাদের দেওয়ানের সভাপতিত্বে কর্মিসভায় আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান সাহেদ, যুবলীগ নেতা কবির হোসেনসহ আরো অনেকে।
বিডি প্রতিদিন/এ মজুমদার