নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যে জলাশয় থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে সেখানে ফের অভিযান চালানো হচ্ছে। রোববার সকাল থেকে এ অভিযান শুরু হয়।
রূপগঞ্জের পূর্বাচল উপ-শহরের ৫নং সেক্টরের ওই জলাশয়ের পানি সেচ শুরু হয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছে বিপুল পরিমাণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে, ওই জলাশয়ে শনিবারও তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে শনিবার সেখানে নতুন করে কোনো অস্ত্র পাওয়া যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, মামলায় বে-আইনিভাবে অস্ত্র মজুদ, দেশের ভাবমূর্তি বিনষ্ট ও রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে ছয় জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
এর আগে শুক্রবার ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত ওই খালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/০৪ জুন ২০১৭/আরাফাত