পুরানো প্রেমের সম্পর্কের জের ধরে নোয়াখালীর সুধারামের করিমপুর গ্রামে মাদ্রাসা পড়ুয়া নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করেছে কথিত পুরানো প্রেমিক সুমন ও তার সহযোগী রিয়াজ। শনিবার রাত ৮ টায় ওই ছাত্রী প্রাকৃতিক কাজ সারতে বাহিরে গেলে আগে থেকে উৎ পেতে থাকা সুমন ও রিয়াজ জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে আজ ভোররাতে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
এদিকে অপহরণের পর ওই ছাত্রীকে রাতভর পাশবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেছে ওই ছাত্রী। এসময় বিষয়টি কাউকে জানালে বাড়ি ঘর জালিয়ে দেয়া হবে বলেও হুমকি দেয় অপহরণকারীরা। পরে আজ ভোরে গোপন সংবাদ পেয়ে স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন শাহীনকে নিয়ে ঘটনাস্থল থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে ঘটনার সাথে জড়িত সুমন ও রিয়াজ পলাতক রয়েছে।
ভিকটিমের পিতা জানান, গত এক বছর আগে সুমন নামের বখাটের একটি রং নাম্বারে তার মেয়ের সাথে মিথ্যা প্রেমের অভিনয় করে সম্পর্ক স্থাপন করে। এক পর্যায়ে মেয়েটি বিবাহিত জানতে পেরে সম্পর্ক ভেঙ্গে দেয়। পরবর্তীতে সুমন ক্ষিপ্ত হয়ে তার মেয়েকে অপহরণ করে পাশবিক নির্যাতন চালায় এবং ভিকটিমের পরিবারের বাড়িঘর জালিয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নোয়ান্নই ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপির সদস্য আনোয়ার হোসেন শাহীন ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, আমরা মেয়েকে ঘটনাস্থল থেকে উদ্ধার করি এবং থানা হেফাযতে পাঠাই। কথিত প্রেমিক সুমন বিবাহিত সে পার্শ্ববতী নয়নপুর গ্রামের নুর নবীর ছেলে।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়ের সাথে ছেলের সম্পর্ক ছিল তবুও মেয়ের মেডিকেল পরীক্ষা করা হবে এবং অপরাধীর বিরুদ্ধে মামলা নেয়া হবে।
বিডি প্রতিদিন/৪ জুন ২০১৭/হিমেল