কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে ঘরগুলোতে থাকা নগদ টাকা ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন। শনিবার গভীর রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের বাতিসা গ্রামের পশ্চিম পাড়ায় প্রবাসী আবদুল মালেকের বাড়িতে এ ঘটনা ঘটে।
সরেজমিন গিয়ে জানা গেছে, প্রবাসী আবদুল মালেকের গোয়াল ঘরে থাকা মসার কয়েল থেকে শনিবার গভীর রাতে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় প্রবাসী আবদুল মালেক ও ভ্যান চালক আবদুল হামিদের বসতঘরসহ মোট চারটি ঘর। এতে দুইটি গরু, নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছে। বর্তমানে পরিবার দুটি খোলা আকাশের নিচে বসবাস করছে। খবর পেয়ে রোববার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্তনা দিতে ছুটে যান স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/৪ জুন ২০১৭/হিমেল