কুমিল্লা সদর উপজেলার শিমড়া গ্রামে বজ্রপাতে একজন কৃষক নিহত হয়েছেন। আজ সকালে এ ঘটনা ঘটে।
গ্রামবাসীরা জানান, সকালে শিমড়া গ্রামের কৃষক আবদু মিয়া বাড়ির পাশে কৃষি জমিতে কাজ করছিলেন। এসময় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে তিন পাশে থাকা একটি তাল গাছের নিচে আশ্রয় নেন। এরই এক পর্যায়ে তালগাছটির উপরে বজ্রপাত হয়। এতে তিনি আক্রান্ত হন এবং ঘটনাস্থলে মারা যান।
উল্লেখ্য, সকাল ৮টা থেকে কুমিল্লা অঞ্চলে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় বিকট শব্দে বেশ কিছু বজ্রপাত হয়।
বিডি প্রতিদিন/৪ জুন ২০১৭/হিমেল