বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী পৌরসভার সীমান্তবর্তী বেজগাতি এলাকায় সড়ক দুর্ঘটনায় ট্রাকযাত্রী দুই গরু ব্যবসায়ী নিহত এবং আরও ছয় জন আহত হয়েছে। গতকাল শনিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণে মহাসড়কের প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়কের ওপর থেকে সরিয়ে নেয়া হলে রবিবার ভোর রাত পৌনে ৪টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
নিহত গরু ব্যবসায়ীরা হলেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের মো. মেহের আলী শেখ (৪০) এবং একই উপজেলার মির্জাপুর গ্রামের নুরুল ইসলাম ওরফে নুরু হোসেন শেখ (৪২)।
আহতরা গরু ব্যবসায়ীরা হলেন শৈলকূপা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের মোহাম্মদ আলী খান (৩৫), অরুন মিয়া (৩০), আব্দুল আজিজ শেখ (৩৩), মো. জহির (৩৫), একই উপজেলার চুটলিয়া গ্রামের মো. মাসুদ বিশ্বাস (২৬), একই উপজেলার খন্ডক গ্রামের মতলেব মন্ডল (৪০)।
গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) এইচ.এম আব্দুর রব জানান, খুলনা থেকে বিদ্যুতের খুঁটি বোঝাই একটি ট্রাক পটুয়াখালী যাচ্ছিল। ট্রাকটি গৌরনদী উপজেলার বেজগাতি এলাকা অতিক্রমকালে একটি চাকা নষ্ট হয়ে যায়। ট্রাকটি মহাসড়কের একপাশে থামিয়ে একটি চাকা পাল্টানো হচ্ছিলো। এ সময় ঝিনাইদাহ জেলার শৈলকুপা থেকে ১০-১২ জন গরু ব্যবসায়ী একটি ট্রাকযোগে গরু কেনার জন্য বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া গরুর হাটে যাচ্ছিল। গরু ব্যবসায়ীদের বহনকারী ট্রাকটি ওই এলাকা অতিক্রমকালে বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে গরু ব্যবসায়ীদের বহনকারী ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ট্রাকের কেবিনে ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়।
এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ।
বিডি প্রতিদিন/৪ জুন, ২০১৭/ফারজানা