সাতক্ষীরা সদর থানা পুলিশের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, দুর্নীতি, অনিয়মের অভিযোগ এনে শহরে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে জেলা যুবলীগ। সাতক্ষীরা সদর থানার সেকেন্ড অফিসার এসআই মোবাচ্ছের আলির বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যুবলীগকে কটূক্তি করারও অভিযোগ উঠেছে। ওই এসআইকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নেয়ারও দাবি তুলেছে যুবলীগ।
যুবলীগের বক্তব্য, দাবি পূরণ না হলে বড় আকারের আন্দোলন গড়ে তোলা হবে। এসআইয়ের বিরুদ্ধে অচিরেই আদালতে মামলা করা হবে বলেও জানিয়েছে সংগঠনটি। আজ রবিবার সাতক্ষীরা শহীদ আবদুর রাজ্জাক পার্কে জেলা যুবলীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন যুবলীগ নেতৃবৃন্দ। তাদের অভিযোগ, মোবাচ্ছের আলি জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করে ধৃষ্টতা দেখিয়েছেন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।
জেলা যুবলীগ সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শনিবার শহরের মেহেদিবাগে বসবাসকারী দুটি পরিবারের মধ্যে প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধের জেরে পুলিশ কাজ বন্ধ করে দেয়। এ বিষয়ে 'কিছু তথ্য আদান প্রদানের জন্য' বিকালে জেলা যুবলীগ সভাপতি আবদুল মান্নান থানায় গিয়ে কথা বলেন সেকেন্ড অফিসার মোবাচ্ছেরের সাথে। এ সময় মোবাচ্ছের তাকে গালাগাল করে বলেন ‘এ বিষয়ে তোকে কৈফিয়ত দেবো কেনো? তুই কে? ক্যান এখানে এসেছিস? আওয়ামী লীগের নাম ভাঙ্গাস? আওয়ামী লীগ ক্ষমতায় থেকে এখন এক নষ্ট দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগের লোকজন এখন সব দালাল হয়ে গেছে। এদের খেদিয়ে দেওয়াটাই জরুরি।' মোবাচ্ছেরের এধরনের অশোভন মন্তব্য থানায় উপস্থিত যুবলীগ নেতাকর্মীরা ছাড়াও বহিরাগত লোকজন এবং পুলিশ সদস্যরাও শুনেছেন।
সমাবেশে বক্তারা বলেন, মোবাচ্ছেরকে এ জন্য এখনই ক্ষমা চাইতে হবে। ২৪ ঘন্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করতে হবে।
সমাবেশে বক্তব্য দেন সদর যুবলীগ সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি জাহিদুর রহমান, শহর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, যুগ্ম আহবায়ক তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান সুজন প্রমুখ।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এসআই মোবাচ্ছের আলি বলেন, মেহেদিবাদে প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধ দেখা দেওয়ায় ওসি সাহেবের নির্দেশে কাজ বন্ধ করে দেওয়া হয়। এ নিয়ে যুবলীগ সভাপতি আবদুল মান্নানের সাথে একটু মতবিরোধ হয়েছে মাত্র। আওয়ামী লীগ কিংবা বঙ্গবন্ধুকে নিয়ে কোনো অশোভন মন্তব্য আমি করিনি।
বিডি প্রতিদিন/৪ জুন, ২০১৭/ফারজানা