গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, চাল-ডাল-তেল চিনিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং বাজেটের নামে জনগণের কাঁধে করের বোঝা চাপানো চলবে না দাবি জানিয়ে মিছিল করেছে বাসদ বগুড়া জেলা শাখা।
রবিবার দুপুরে বগুড়া শহরের সাতমাথা সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো সাতমাথায় ফিরে এসে সমাবেশ আয়োজন করে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বগুড়া জেলা শাখার আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ এর সদস্য সচিব কমরেড সাইফুজ্জামান টুটুল, জেলা সদস্য শহিদুল ইসলাম, দিলরুবা নূরীসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট আমলা দ্বারা অগণতান্ত্রিক পদ্ধতিতে প্রণীত বিশাল বাজেটের বিপুল করের বোঝা জনগণের কাঁধে চাপানো হয়েছে। বাজেটে জনগণের করের বোঝা লাঘব করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় বরাদ্দ রাখার পাশাপাশি জ্বালানী গ্যাস, চাল, ডাল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান।