পটুয়াখালী-কুয়াকাটা সড়কের শাখারিয়া এলাকায় একটি অ্যাম্বুলেন্স খাদে পড়ে পারভেজুল ইসলাম টমি (৩৮) নামে এক ব্যক্তি নিহত এবং একই পরিবারের চারজনসহ পাঁচ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার ভোর ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মনির (৩৩), জাপল (৩০), তাসলিমা (২৮), সোহরাব সর্দার (৭০) ও গাড়ি চালক আলী আকবর (৩৫)।
পুলিশ ও আহতদের সাথে কথা বলে জানা গেছে, বরগুনার তালতলী উপজেলার ছোটভাইজোড়া গ্রামের অসুস্থ সোহরাব সর্দার ও পরিবারের অন্যান্যদের নিয়ে তার ছেলে পারভেজুল ইসলাম টনি অ্যাম্বুলেন্স যোগে ঢাকা থেকে তালতলী ফিরছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়লে পারভেজুল ইসলাম টনি (৩৮) ঘটনাস্থলেই প্রাণ হারায়।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
বিডি প্রতিদিন/৪ জুন ২০১৭/এনায়েত করিম