কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারভর্তি ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত হচ্ছে- চাঁদপুর ফরিদগঞ্জের চরনবলিয়া গ্রামের মৃত আবুল খায়েরের পুত্র মনির হোসেন(৩৫), চৌদ্দগ্রাম পৌরসভার নাটাপাড়ার বাবুল মিয়ার পুত্র ইমাম হোসেন(৩৫), কোদালিয়া গ্রামের সৈয়দ আহাম্মদের পুত্র বেলাল হোসেন(২২)।
রবিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম থানার এএসআই হিরণ কুমার দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এলাকা থেকে একটি প্রাইভেটকার(ঢাকামেট্রো-গ-১২-০৬১৭) আটক করি। পরে সেটি তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় গাড়ির ভিতরে থাকা মনির হোসেন, ইমাম হোসেন ও বেলাল হোসেনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।