রাঙামাটির লংগদু’র বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত গ্রামে অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে বান্দরবান শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সম্মিলিত আদিবাসী ছাত্র সমাজ।
রবিবার সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে শহরের পুরাতন রাজবাড়ি মাঠ থেকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে আদিবাসী ছাত্র সমাজ নামে সংগঠনটির কর্মীরা । মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। মানববন্ধনে বান্দরবানের ১১টি আদিবাসী জাতিগোষ্ঠীর বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করে।
জেলা মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি অংথুই খই চাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ম্রো স্টুডেন্ট ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক অংশ ম্রো, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সহ সভাপতি সুশীল ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট অর্গানাইজেশনের জেলা সভাপতি অনিক তঞ্চঙ্গ্যা, খুমি স্টুডেন্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক রিউলং খুমি, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের মহানগর সভাপতি লুমং প্রু প্রমুখ। চাক স্টুডেন্টস অর্গানাইজেশনের সভাপতি থোয়োইক্যজাই চাক, পাহাড়ে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন না হবার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। লংগদুঘটনায় অসহায় জুম্ম পরিবার গুলোকে