জঙ্গি আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় দায়ের মামলায় হরকাতুল জিহাদ (হুজি)’র পাঁচ সদস্যের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। বিচার শুরু হওয়া পাঁচ হুজি সদস্য হলেন- তাজুল ইসলাম, নাজিম উদ্দিন, আবুজর গিফারী, নুরে আলম ও ইফতেশাম আহমেদ।
রবিবার চট্টগ্রামের তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ মোছাম্মৎ বিলকিস আক্তার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবি রাশেদুল আলম বলেন, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে দুটি ও বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাস দমন আইনের এক মামলায় হুজি পাঁচ সদস্যের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। তিন মামলার মধ্যে তাজুল ও নাজিমের বিরুদ্ধে একটি অস্ত্র মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। বাকি দুই মামলায় সবাই অভিযুক্ত। আগামী ২৫ জুলাই তিন মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য করেছেন আদালত।
প্রসঙ্গত, গত বছরের ৮ ডিসেম্বর নগরীর আকবর শাহ থানাধীন কর্নেল হাট এলাকার একটি জঙ্গি আস্তানা থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করে র্যাব। আগের দিন নগরীর একে খান এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাজুল ইসলাম ও নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পরদিন ওই অভিযান চালানো হয়।