পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদুতে আদিবাসীদের উপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র পরিষদ।
রবিবার ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি সোহেল পিতর মুর্মু, সহ-সাধারণ সম্পাদক রানী হাসদা, নীরেন হাসদা, রুবেল টুডু, লাবু বেসরা, জাতীয় আদিবাসী পরিষদের শিবানী উড়াও, আলবার্ট টুডু এবং ছাত্র ইউনিয়নের জামিরুল ইসলাম ও খন্দকার আশরাফুজ্জামান।
বক্তারা বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নেয়ার দাবী জানিয়ে সারাদেশে আদিবাসীদের উপর হামলা-নির্যাতন বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি গোবিন্দগঞ্জের বাগদা ফার্ম, দিনাজপুরের হাবিবপুর (চিরাকুটা)সহ সারাদেশে উচ্ছেদ হওয়ায় আদিবাসীদের ক্ষতিপুরন প্রদান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।