সরকার দুর্গতদের পাশে আছে, আগামীতেও থাকবে। এই সরকার জনগণের সরকার, জনবান্ধব সরকার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবানের আলীকদম ও লামায় ত্রাণ বিতরণকালে একথা বলেন।
বান্দরবানের লামা ও আলীকদম উপজেলায় ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্থদের ত্রাণ বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ, আলীকদম সদর ইউনিয়ন পরিষদ, লামা ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন এলাকায় এই ত্রাণ বিতরণ করা হয় ।
বীর বাহাদুর আরো বলেন, মোরা’র কারণে ক্ষতিগ্রস্তরা অনেক অসহায় হলেও বর্তমান সরকারের ত্রাণ সহায়তায় তাদের অনেক স্বস্তি এনেছে। প্রকৃতির এই দুর্যোগের সময় শুধু সরকারের প্রতি চেয়ে বসে না থেকে নিজ নিজ পরিবারকে রক্ষায় সকলকে চেষ্টা করতে হবে।
এ সময় বান্দরবানের জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খিং ওয়ান নু, লামা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, লামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাথোয়াই চিং মার্মা,লামার পৌর মেয়র মো:জহিরুল ইসলামসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।