খাগড়াছড়ি জেলায় পাহাড়ী ছাত্র পরিষদ সোমবার অর্ধ দিবস সড়ক অবরোধ ডেকেছে।
রবিবার রাত ৮টায় পাহাড়ী ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক সমর বিকাশ চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচীর কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীঘিনালায় লংগদু ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল চলাকাে পিসিপি’র উপজেলা শাখার সভাপতি নিকেল চাকমা, সাধারণ সম্পাদক জীবন চাকমাকে আটক করা হয়। তাদের মুক্তির দাবিতে ও রাঙ্গাাটির লংগদু উপজেলায় পাহাড়ি গ্রামে হামলার প্রতিবাদে খাগড়াছড়ি জেলায় সকাল ৬.০০টা থেকে বেলা ১২.০০টা পর্যন্ত অর্ধ দিবস সড়ক অবরোধ কর্মসূীর ডাক দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন