নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে গত তিন দিনে তিনটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সর্বশেষ রবিবার দুপরে উপজেলার মাঝিনা নদীরপাড় এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়।
এর আগে, শুক্রবার সকালে আশুলিপাড়া ও শনিবার সকালে কাঞ্চন এলাকার শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত আরো দুই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে গত দুই দিনে মোট তিন যুবকের লাশ উদ্ধার করা হলো।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, রবিবার দুপুর ১২টার দিকে মাঝিনা নদীরপাড় এলাকার শীতলক্ষ্যা নদীতে এক যুবকের অর্ধগলিত লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করেন। এর আগে আরো দুইটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়। তবে, ধারণা করা হচ্ছে পৃথক স্থানে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকদের দুর্বৃত্তরা হত্যার পর শীতলক্ষ্যা নদীতে ফেলে রেখে যায়।