লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কিসামত দলগ্রাম গ্রামে স্বামীর ছোড়া এসিডে দগ্ধ হয়েছে স্ত্রীসহ অপর এক গৃহবধূ। গতকাল রবিবার রাতে এ ঘটনা ঘটে। দগ্ধ ওই দুই গৃহবধূকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও পরিবারের লোকজন জানায়, পারিবারিক কলহের জের ধরে উপজেলার দলগ্রাম ইউনিয়নের কিসামত দলগ্রাম গ্রামের গজেন্দ্র নাথ রায় নিজ বাড়িতে স্ত্রী ঝরনা রাণীর গায়ে এসিড ছুড়ে। এসময় ঘটনাস্থলে থাকা গজেন্দ্রর ছোট ভাইয়ের স্ত্রী শান্তনা রাণীর শরীরেও তা গিয়ে পড়ে।
দুজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে গজেন্দ্র পালিয়ে যায়। ঝরনা ও শান্তনা রানীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঝরনা ও শান্তনার হাত ও গলায় ক্ষতের সৃষ্টি হয়েছে।
গজেন্দ্র অনেকদিন ধরে দ্বিতীয় স্ত্রী মালতী রাণীর সাথে অন্যত্র বসবাস করছিলেন। এ নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে তার কলহ চলছিল।
কালিগঞ্জ থানার ওসি মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর রাতেই গজেন্দ্রকে ধরতে অভিযান চালানো হয়েছিল। কিন্তু তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/৫ জুন, ২০১৭/ফারজানা