নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ রাস্তা পারাপারের সময় বাসের চাপায় অজ্ঞাত পরিচয় (৬০) এক বৃদ্ধা নিহত হয়েছেন।
সোমবার সকাল ৬টায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাক-সিলেট মহাসড়কে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও যে বাসটি তাকে চাপা দিয়েছে সেটিও সনাক্ত করা সম্ভব হয়নি। লাশ উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
বিডি-প্রতিদিন/০১ জুন, ২০১৭/মাহবুব