বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০১৭। দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১০টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা সুশিলনের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।
র্যালি শেষে 'আমি প্রকৃতির, প্রকৃতি আমার' এই প্রতিপাদ্য বিষয়ের ওপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারয়ারম্যান ফাহিমা খানম, মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলমগীর হোসাইন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান, মো. আব্দুল হান্নান, প্রনব কুমার বিশ্বাস, অনুপম রায় ও ইউপি চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের।
বিডি প্রতিদিন/৫ জুন, ২০১৭/ফারজানা