রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাহাব্দিপুরে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মুরশালিন হক (২৫)। তিনি নওগাঁর পোরশা উপজেলা সদরের আবদুল হান্নানের ছেলে। আহতদের মধ্যে দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এবং অপর একজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, সকালে রাজশাহী থেকে যাত্রীবাহী ওই বাসটি পোরশা যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে মুরশালিন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ওসি জানান, মুরশালিনের মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলাও দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/৫ জুন ২০১৭/এনায়েত করিম