সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ সুরুজ মণ্ডল(২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের অমানুল্লাহ ডিগ্রী কলেজের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।
আটক সুরুজ মন্ডল উপজেলা সদরের ঝিকরা গ্রামের রুহুল কুদ্দুস মন্ডলের ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুরুজ মণ্ডলকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে বিশেষভাবে লুকিয়ে রাখা ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটকৃত যুবকের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও ওসি জানান।
বিডি-প্রতিদিন/০১ জুন, ২০১৭/মাহবুব